সংক্ষিপ্ত
- করোনা যুদ্ধে জয়ী চুরানব্বই বছরের এক বৃদ্ধ
- রাজ্যে তিনিই সবচেয়ে বয়স্ক করোনা রোগী
- তিনি উত্তর কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা
- কলকাতা মেডিক্যাল থেকে করোনা মুক্ত হয়ে ফিরলেন বাড়ি
'করোনায় বয়ষ্ক রোগীর ঝুঁকি বেশি', এই কথাটাকেই ভূল প্রমাণ করে করোনা যুদ্ধে জয়ী চুরানব্বই বছরের এক বৃদ্ধ। পরিবারের সবাই যখন আশা হারিয়েছিল, তখন মারণ রোগকে হারিয়ে রাজ্যের তামাম প্রবীণ নাগরিকের অনুপ্রেরণা হয়ে উঠলেন তিনি। কলকাতা মেডিক্যাল থেকে ছুটি পেয়ে শহরের বুকে ঢেলে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস।
আরও পড়ুন, রাতের বৃষ্টিতে পারদ নামল অনেকটাই, শুক্রবারও ভিজবে কলকাতা সহ রাজ্য
রাজ্যে তিনিই সবচেয়ে বয়স্ক করোনা রোগী। তিনি উত্তর কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা।পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি তাঁদেরই এক আত্মীয় করোনা রোগীর সংস্পর্শে আসেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। পরীক্ষায় ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত। ১৩ জুন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বৃহস্পতিবার তিনি করোনা মুক্ত হয়ে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন।
আরও পড়ুন, আগামী ১২ অগস্ট পর্যন্ত চলবে না লোকাল ট্রেন-মেল, সিদ্ধান্ত ভারতীয় রেলের
প্রসঙ্গত দেশ তথা রাজ্য়ে, এই মুহূর্তে করোনা আক্রান্ত এবং মৃত্যু দুই এর সংখ্য়াই বেড়েছে। তবে অবাক করে দিয়ে রাজ্যের সরকারি কোভিড হাসপাতাল থেকে করোনা হারিয়ে সুস্থের হারও বেশ ভালই। তবে অধিক বয়েসে কোভিডে আক্রান্ত হওয়ায় বিডন স্ট্রিটের ওই বৃদ্ধ রোগীকে নিয়ে বেশ চিন্তায় ছিলেন সবাই। কিন্তু যেভাবে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন এই বৃদ্ধ, তাতে অবাক হয়ে যান চিকিৎসাকরাও। অবশেষে করোনাকে হারিয়ে নজির সৃষ্টি করলেন ওই বৃদ্ধ।
রাজ্য়ে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, ভ্য়াক্সিনের অপেক্ষায় বিশ্ব
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের
কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব
করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর
করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস
করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি