সংক্ষিপ্ত

  •  আলিপুরের একটি অভিজাত আবাসনে বিধ্বসী আগুন 
  •   ঘটনাস্থলে উপস্থিত ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন 
  • আগুন ছড়ানোয়  সার্ভেন্ট কোয়ার্টারের সব কিছু পুড়ে যায় 
  •  অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা  

আলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। আলিপুর থানার ২২/ ১ রোডের একটি বহুতলের ৯ তলায় আগুন লেগে গিয়েছে। দ্রুত আগুন ছড়ানোর খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন। দমকল আধিকারিকদের প্রাথমিকভাবে অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা।

আরও পড়ুন, রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, ভাসতে চলেছে উত্তরবঙ্গ

সূত্রের খবর, শনিবার রাত নটা নাগাত ওই বিধ্বংসী আগুন লাগে।  আলিপুর থানার ২২/ ১ রোডের ওই অভিজাত আবাসনে নয় তলার সার্ভেন্ট কোয়ার্টারে আগুন লাগে। ঘটনাস্থলে ছুটে যান কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। আলিপুর থানা ও দমকল কর্মীরা সার্ভেন্ট কোয়ার্টার এর আশেপাশের ফ্ল্যাট ও বাড়িতে যাতে আগুন না ছড়ায় তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চালিয়ে যান। তবে দমকলের পাঁচটা ইঞ্জিনও দমকল কর্মীদের তৎপরতায় আগুন ছড়াতে পারেনি। সার্ভেন্ট কোয়ার্টারের  সমস্ত কিছু পুড়ে যায়। ৯ টা ৩০ মিনিটের মধ্যে আগুন নিভে যায়।  

আরও পড়ুন, টালিগঞ্জে ধারের টাকা ফেরত চাইতেই খুন এক মহিলা, গ্রেফতার অনলাইন ক্যাব মালিক

অপরদিকে, দমকল আধিকারিকদের প্রাথমিকভাবে অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা। উল্লেখ্য় এর আগেও কসবা, কেষ্টপুর,  কাকুড়গাছি, আনন্দপুর, পার্কসার্কাস, রাজাবাজার, কসবা একের পর এক জায়গায় অগ্নিকাণ্ড হয়ে চলেছে। যার জেরে এখন রীতিমত সতর্ক প্রশাসন।

 

 

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ