চুল পড়া, খুশকির সমস্যা, ডগা ফাটার সমস্যা তো আছেই। এই সঙ্গে দেখা দিচ্ছে চুলে লালচে ভাব। অনেকের চুলই হঠাৎ করে লাল হয়ে যায়। চুলের এই চালচে ভাব দূর করতে মেনে চলুন ঘরোয়া টোটকা। এই সমস্যা থেকে মুক্তি পেতে ডিম, আমলকী, পেঁয়াজের মতো উপকর দিয়ে প্যাক বানান। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই ঘরোয়া প্যাক।