Weight Loss Photos -

141 Stories

সাত দিনে ওজন কমাতে বেছে নিয়েছেন জিএম ডায়েট? এটা আদৌ কি উপকারী? দেখে নিন এক ঝলকে

Apr 05 2022, 09:07 AM IST
ওজন কমাতে চাইলে সবার আগে রাশ টানতে হবে খাবার দাওয়ায়। বাদ দিতে হবে ক্যালোরি জাতীয় সকল খাবার। এই ধারণা মেনে চলেন সকলে। ওজন কমানোর কথা মাথায় এলে সবার আগে শুরু হয় ডায়েটিং। এর থেকেই কিটো ডায়েট ও জিএম ডায়েটের মতো একাধিক ডায়েট প্ল্যানের উৎপত্তি। দ্রুত ওজন কমাতে অনেকেই করে থাকেন জিএম ডায়েট। এই ডায়েট সাত দিনের। এতে প্রথম দিন যত খুশি ফল খান, দ্বিতীয় দিন সবজি। তৃতীয় দিন সবজি ও ফল দুটোই, চতুর্থ দিন খাওয়া হয় দুধ ও কলা। পঞ্চম দিন খেতে পারেন ভাত। ষষ্ঠ দিন আবার ভেজিটেবল ডায়েট। আর শেষ দিনে সবজি ও ভাত খাওয়া যায়। কিন্তু, জানেন কী এই কঠিন ডায়েটিং করতে গিয়ে দেখা দিচ্ছে একাধিক জটিলতা। জেনে নিন কী কী।