পয়লা বৈশাখে নিষ্ঠার সঙ্গে এটি করলেই তুষ্ঠ হবেন সিদ্ধিদাতা গণেশ, মুহূর্তে ঘুরে যাবে ভাগ্যের চাবিকাঠি

Apr 15 2022, 12:50 PM IST

আজ  ১৫ এপ্রিল বাঙালির নববর্ষ উৎসব।  নববর্ষের প্রথম দিন ভালো কাজ করলে সারা বছর ভাল কাটে, তেমনটাই মনে করা হয়। এই বিশেষ দিনটি বাঙালি খুব ধুমধাম করেই পালন করে। তবে গত কয়েকবছরে করোনার জন্য উৎসবের রং অনেকটাই ফিকে ছিল। কিন্তু করোনার প্রকোপ কমতেই ফের স্বচ্ছে ফিরেছে বাঙালি।চলতি  বছর খুব ধুমধাম করেই হচ্ছে নববর্ষ পালন। ১৪২৯-কে স্বাগত জানাতে তৈরি আমাপর বাঙালি। এই বিশেষ দিনে মা লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। এবং শাস্ত্র মতে, গণেশের পুজো দিয়েই  যে কোন পুজোর শুরু হয়। আর এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ।