মূলত যাদব সম্প্রদায় এবং মুসলিম ভোটব্যাঙ্কের শক্তিতে বলিয়ান ছিল অখিলেশ যাদবদের সমাজবাদী পার্টি। সেখানে মায়াবতী-র জোর ছিল দলিত ভোটব্যাঙ্ক এবং সংখ্যালঘু ভোট। কিন্তু, পরবর্তীকালে দেখা গিয়েছে, বিশেষ করে ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকেই লক্ষ করা গিয়েছিল যে যাদবদের ভোটব্যাঙ্কের একটা অংশ বিজেপি-র দিকে ঝুঁকে পড়েছে তা নয়, সেই সঙ্গে ব্রাহ্মণ ভোটও ঝুলিতে পুরে নিয়েছে গেরুয়া শিবির।