সংক্ষিপ্ত

  • দীর্ঘ লকডাউনের জেরে রাজ্যে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান 
  •  স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফি মুকুবের দাবি ওঠে 
  • বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ ও যুব কংগ্রেস কর্মীরা 
  • বিকাশ ভবনে ঢুকে ব্যানার ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা  

 

করোনা আবহে দীর্ঘ লকডাউনে রাজ্যে সব স্কুল বন্ধ ছিল। যার জেরে অনলাইন ক্লাস শুরু হয়েছিল। এদিকে সেই অনলাইন ক্লাসে ছাত্র-ছাত্রীরা কিছুই পড়াশোনা করতে পারছে না বলে শুক্রবার সকালে অভিযোগ তোলে মেগাসিটি ডিপিএস স্কুলের অভিভাবকরা। আর তারই সঙ্গে 'নো স্কুল নো ফিস'-এরও দাবি ওঠে। আর এবার  'নো স্কুল নো ফিস' এর দাবিতে সল্টলেক বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ ও মধ্য কলকাতা জেলা যুব কংগ্রেস কর্মীরা। 

আরও পড়ুন, বাতিল ২,৪,৮ তারিখের উচ্চমাধ্যমিক পরীক্ষা, কীভাবে হবে মূল্যায়ন, কী জানালেন শিক্ষামন্ত্রী


সূত্রের খবর, শুধু স্কুল নয় এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্যও ফি মুকুবের দাবিতে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ ও মধ্য কলকাতা জেলা যুব কংগ্রেস কর্মীরা। শুক্রবার সল্টলেক বিকাশ ভবনের মূল গেট পেরিয়ে ভিতরে ঢুকে যায় রাজ্য ছাত্র পরিষদ ও মধ্য কলকাতা জেলা যুব কংগ্রেস কর্মীরা। সঙ্গে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা ছিল। বিকাশ ভবনের ভিতরে ঢুকে স্যাটারে ব্যানার ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। করোনা আবহে স্কুল ,কলেজ, বিশ্ববিদ্যালয়ের ফি  মুকুব সহ একাধিক দাবি নিয়ে তাঁরা বিক্ষোভ দেখায়।

আরও পড়ুন, করোনা বিধি ভাঙলেন ১৫১ ডাক্তারি পড়ুয়া, কিরগিস্তান থেকে কলকাতায় ফিরে সোজা গেলেন বাড়ি


প্রসঙ্গত, করোনা আবহে রাজ্য তথা দেশজুড়ে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সবাই যাচ্ছে। আর এই পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। অনেকে বেতনের অধিকাংশ কমে গিয়েছে। আর এই পরিস্থিতিতে যদি স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত মাত্রায় ফি বাড়ায় তা অভিবাবকদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে  ইতিমধ্য়েই ফি বৃদ্ধি সহ একাধিক অভিযোগ নিয়ে প্রতিবাদের পথে নেমেছে- দমদম সেন্ট মেরি এন্ড ডে স্কুল,  একে ঘোষ মেমোরিয়াল, নারায়নপুর সেন্ট জোন্স স্কুল, জিডি বিড়লা, তারাতলা নেচার পার্কের বিড়লা ভারতী স্কুল, দিল্লি পাবলিক স্কুল,অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, হরিয়ানা বিদ্যামন্দির, অশোক হাই সেকেন্ডারি স্কুল,  ক্যালকাটা পাবলিক স্কুল, বউবাজারের সেন্ট মাইকেল স্কুলের অভিভাবকরাও।  

 

 

রাজ্য়ে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, ভ্য়াক্সিনের অপেক্ষায় বিশ্ব

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

 করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি