১৯৩১ সালে স্থাপিত এই রেস্তোরাঁর কলকাতা শহরের মধ্যে একসময় পাঁচটি শাখা ছিলো৷ উত্তমকুমার, মান্না দে, গণেশ পাইন, মিঠুন চক্রবর্তী আসতেন এই রেস্তোরাঁয়৷ তারই পাশাপাশি ছাত্র, অধ্যাপক, ডাক্তার, কবি এরকম বিভিন্ন পেশার মানুষদের আড্ডাতেও সরগরম থাকত এই কেবিনগুলি৷