কনকনে ঠাণ্ডায় এ বছর কাবু কলকাতা সহ সারা রাজ্যেই। তার উপর শীতে অকাল বৃষ্টি নামায় ঠান্ডা আরও বেড়েছে। তাপমাত্রা বেশিরভাগ সময় স্বাভাবিকের নীচে থাকছে। তাই অন্যান্য বছর শুধুই দার্জিলিং আর সিমলা যাওয়ার জন্য যে গরম পোশাক তোলা থাকে আলমারিতে, সেগুলিও সবাই এবার পরা শুরু করেছে। কিন্তু শীতের পোশাক আলমারি থেকে বের করেই গায়ে দেওয়া উচিৎ নয়। এর থেকে কিন্তু অ্যালার্জি, র্যাশ, শ্বাসকষ্ট হতে পারে। তাই শীতের পোশাক ব্য়বহারের আগে জেনে নিন ভালো করে তাকে যত্নে রাখার প্রয়োজনীয় সহজ উপায় গুলি।