বড়দিন মানেই কেকের সম্ভার। সেই বিপুল চাহিদাতে সাড়া দিতে সেজে উঠল শহরের একাধিক কেকের দোকান থেকে বেকারি। কোথাও পেস্ট্রি কোথাও আবার ফ্রুট কেক, বছর শেষে সেজে বেকারির রাত জাগার পালা। রইল শহরের সেরা দশ কেকের দোকানের ঠিকানা।