নিম্নচাপে জেরে ফের বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, ভারী বর্ষণের সর্তকতা দক্ষিণবঙ্গে

Published : Aug 05, 2020, 06:37 PM IST
নিম্নচাপে জেরে ফের বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, ভারী বর্ষণের সর্তকতা দক্ষিণবঙ্গে

সংক্ষিপ্ত

নিম্নচাপে জেরে  বৃষ্টির পূর্বাভাস কলকাতায়  ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি দক্ষিণবঙ্গে   তবে অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে  বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা   

বুধবার  শহর ও শহরতলির আকাশ দিনভোরই মেঘলা ছিল। কলকাতায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগর উপরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সংলগ্ন উপকূলের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। এর ফলে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টি হবে। পাশাপাশি নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের পশ্চিমে জেলাগুলোতে  বৃষ্টি  হবে। এই নিম্নচাপ যেহেতু সমুদ্রের উপর রয়েছে তার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  হাওয়া অফিস সূত্রে খবর,বুধবার  এই মুহূর্তে বুধবার সন্ধে ৬ টা ১৯ নাগাদ শহরের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। 

 হাওয়া অফিস সূত্রে খবর,বুধবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৯০ শতাংশ। সোমবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬৪ শতাংশ। রবিবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬১ শতাংশ। 

অপরদিকে, উত্তর বঙ্গোপসাগর উপরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সংলগ্ন উপকূল এর উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে।  এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। এর ফলে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টি হবে।নিম্নচাপ ও ঘূর্ণাবর্তে জেরে অতি ভারী বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের আট জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টি হতে পারে কলকাতায়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর হাওড়া, হুগলি,ঝারগ্রাম, পূর্ব বর্ধমান ও বাদবাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি বৃষ্টি হবে। মূলত পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই নিম্নচাপ যেহেতু সমুদ্রের উপর রয়েছে তার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে ৬ তারিখ থেকে বৃষ্টি ধীরে ধীরে কমে যাবে।

 

 

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

PREV
click me!

Recommended Stories

'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর
Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের