অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুড়কির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। না আমরা হয়ত দামোদর শেঠ নই, কিন্তু খাওয়া দাওয়ার বৈচিত্রে আমাদের হারাবে, এমন জাতি বোধহয় জন্মায়নি এখনও। খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা গর্বিত বাঙালি। পৃথিবী ঘুরে আসুন, কিন্তু গরমগরম মাছের ঝোল ভাত সামনে ধরলে সব দুঃখ ভুলে যায় বাঙালি। শুধু কি মাঝের ঝোল? কষা মাংস, মিষ্টি দই, রসগোল্লা থেকে লুচি ছোলার ডাল। আর কত তালিকা ধরাব, তার চেয়ে ছবি দেখুন।