আচার-আচরণে এক্কেবারে রাগি-খামখেয়ালি-ভিখারি। ছাই-ভস্ম মেখে বসে থাকাতেই তাঁর আনন্দ। নেশার কলকেতে বুঁদ হয়ে নন্দী-ভিঙ্গির সঙ্গে মজে স্ত্রী পার্বতী-কে গালিগালাজ। কিন্তু, এহেন মানুষের মনটাও সাংঘাতিক ভালো। কারোর খারাপ দেখতে পারেন না। সকলেরই মঙ্গল চান। তাই তাঁর নাম ত্রিকালদর্শী। এহেন শিব-কে তুষ্ঠ করতে উঠে পড়ে লাগেন ধর্মপ্রাণারা। এই শিবকে নিয়ে রয়েছে এমন তিনটি শ্লোক যা আওড়ালে তিনি খুশি হন।