দক্ষিণ কলকাতার মাদুরদহ ঐকতানের পুজো কলকাতার আবাসনের পুজোগুলির মধ্যে অন্যতম। থিমের স্রোতে গা বাসানো নয়, একেবারে সাবেকি ঢং-এই পুজো করে থাকে মাদুরদহ ঐকতান। তবে পুজোতে সামিল হন আট থেকে আশি আবসনের সকল বাসিন্দারাই। দেখতে দেখতে এই বছর ১০ বছরে পা দিয়েছে এই আবাসনের পুজো। পুজোর চারদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকে খাওয়া দাওয়া। কচিকাঁচাদের পাশাপাশি বড়রাও সমানভাবে অংশ নেন বিভিন্ন অনুষ্ঠানে। ক্রম পাড়া সংস্কৃতি যখন হারিয়ে যেতে বসেছে, তারমধ্যে মাদুরদহ ঐকতানের পুজো এক ঝলক টাটকা বাতাসের মতো।